জাতীয় সংগীত ভুল গাওয়া নিয়ে বিতর্কে তৃণমূল বিজেপি

1st February 2021 9:58 am কলকাতা
জাতীয় সংগীত ভুল গাওয়া নিয়ে বিতর্কে তৃণমূল বিজেপি


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) : হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে আয়োজিত বিজেপির সভা মঞ্চ থেকে ভুল গাওয়া হয়েছে জাতীয় সংগীত বলে টুইটারে তোপ দেগেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায় । বিজেপির বিরুদ্ধে কড়া মনোভাব ব‍্যক্ত করেছেন সাংসদ । অবশ‍্য থেমে নেই বিজেপিও । পাল্টা ট‍্যুইট করেছেন বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা । মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এর গাওয়া জাতীয় সংগীত এর ভিডিও দিয়ে তোপ দেগেছেন তিনিও । মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এর সাথে জাতীয় সংগীতে গলা মেলাতে ভিডিওতে দেখা যাচ্ছে স্বয়ং অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায় কে । রয়েছেন মন্ত্রী জ‍্যোতিপ্রিয় মল্লিক , সুজিত ভট্টাচার্য সহ আরো অনেকে । মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনিও ভুল গাইলেন জাতীয় সংগীত ! গতকাল হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে গাওয়া বিজেপির সভামঞ্চে জাতীয় সংগীতকে ঘিরে যখন বিতর্ক উস্কে দিয়েছেন তৃণমূলের নেতারা তখন কয়েকমাস আগের তৃণমূলের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এর ভিডিও প্রকাশ‍্যে এনে জবাব চেয়েছেন বিজেপি নেতারাও । ভোট বাজারে সরগরম জাতীয় সংগীত ইস‍্যু । উভয় দল ই যেভাবে জাতীয় সংগীতে শব্দ  ব‍্যবহার করেছেন তা নিয়ে নিন্দা জানিয়েছেন সাধারণ মানুষজন । জাতীয় সংগীতে একটি শব্দের ও অদলবদল বা ভিন্ন শব্দ ব‍্যবহার অন‍্যায় বলে জানিয়েছেন সকলে । 





Others News

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) :  পর্ণশ্রীতে মা-ছেলেকে নৃশংভাবে খুনের কিনারা। ধৃতদের একজন সন্দীপ দাস(৩২) ও অন্যজন সঞ্জয় দাস(৪৪)। বাড়ি মহেশতলা থানার শ্যামপুরের ঘোষপাড়া তে। জেরায় তারা অপরাধের কথা কবুল করেছে। রবিবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন জয়েন্ট সিপি ক্রাইম।

গ্রেফতার মৃতার দুই মাসতুতো ভাই। ধৃতদের বাড়ি মহেশতলায়। জেরায় অপরাধ কবুল করেছে ধৃতরা। ধৃতদের অনেক টাকা ধার হয়ে গিয়েছিল। মৃতের পরিবারের কাছে অনেক টাকা, গয়না ঘরে ছিল এমনই ধারণা ছিল ধৃতদের। পরিকল্পনা করেই বাড়িতে গিয়েছিল ধৃতরা। ধৃতরা জানত, ওই সময়ে তাদের দিদি সুস্মিতা মন্ডল একা থাকত। মাকে খুনের সময় ছেলে তমজিৎ মন্ডল দেখে ফেলে, সেইজন্যই ছেলেকে খুন। জানালেন জয়েন্ট সিপি ক্রাইম মুরলিধর শর্মা।
ধৃত সন্দীপ দাস ও অন্যজন সঞ্জয় দাস কে আগামীকাল আলিপুর আদালতে তোলা হবে।